সুন্দর চুলের জন্য আমরা কত কিছুই না করি। আমলকি, জবা ফুল, ডিম, পেঁয়াজ, মেহেদীপাতা- কত কিছুই ব্যবহার করি চুলের যত্নে। তবে সব কিছু তো আর সব ঋতুতে হাতের কাছে পাওয়া যায় না।
অন্যদিকে কসমেটিকের কথা বললে তার সাইড-ইফেক্টের কথা একেবারেই বাদ দেবার নয়। দামের বিষয়টি তো রয়েছেই। অথচ হাতের কাছে থাকা সবজি ঢেঁড়স হতে পারে চুলের যত্নে অনন্য এক উপাদান। ঢেঁড়সের তৈরি কন্ডিশনার ব্যবহারে আপনি সহজেই মসৃণ, উজ্জ্বল, ঝলমলে চুলের মালিক বনে যেতে পারেন। কীভাবে করবেন?
১০-১৫ টি ঢেঁড়স লম্বা করে কেটে নিন। সঙ্গে মেশান এক কাপ পানি। তারপর এটি চুলায় হালকা আঁচে বসিয়ে দিন। যখন ঢেঁড়সের রস বের হয়ে এসে পুরো পানিটাকে পিচ্ছিল করে দেবে তখন চুলা বন্ধ করে দিন। ঢেঁড়সের টুকরো গুলো তুলে ফেলে দিন। এই পিচ্ছিল রসই কন্ডিশনার। এটা শুধু কন্ডিশনারের কাজই করবে না, আপনার মাথাকেও রাখবে ঠাণ্ডা। রসটুকু ঠাণ্ডা করে পুরো চুলে লাগিয়ে আধাঘণ্টা রেখে দিন। এরপর ঠাণ্ডা পানি দিয়ে শ্যাম্পু করে ফেলুন। এই কন্ডিশনার চুলকে ময়েশ্চারাইজড করে ড্যামেজ সারাবে। রুক্ষতাকে ঝেটিয়ে বিদায় করবে। এরপর চুল শুকানোর পর দেখুন কী চমকটাই না আপনার জন্য অপেক্ষা করছে।
অন্যদিকে কসমেটিকের কথা বললে তার সাইড-ইফেক্টের কথা একেবারেই বাদ দেবার নয়। দামের বিষয়টি তো রয়েছেই। অথচ হাতের কাছে থাকা সবজি ঢেঁড়স হতে পারে চুলের যত্নে অনন্য এক উপাদান। ঢেঁড়সের তৈরি কন্ডিশনার ব্যবহারে আপনি সহজেই মসৃণ, উজ্জ্বল, ঝলমলে চুলের মালিক বনে যেতে পারেন। কীভাবে করবেন?
১০-১৫ টি ঢেঁড়স লম্বা করে কেটে নিন। সঙ্গে মেশান এক কাপ পানি। তারপর এটি চুলায় হালকা আঁচে বসিয়ে দিন। যখন ঢেঁড়সের রস বের হয়ে এসে পুরো পানিটাকে পিচ্ছিল করে দেবে তখন চুলা বন্ধ করে দিন। ঢেঁড়সের টুকরো গুলো তুলে ফেলে দিন। এই পিচ্ছিল রসই কন্ডিশনার। এটা শুধু কন্ডিশনারের কাজই করবে না, আপনার মাথাকেও রাখবে ঠাণ্ডা। রসটুকু ঠাণ্ডা করে পুরো চুলে লাগিয়ে আধাঘণ্টা রেখে দিন। এরপর ঠাণ্ডা পানি দিয়ে শ্যাম্পু করে ফেলুন। এই কন্ডিশনার চুলকে ময়েশ্চারাইজড করে ড্যামেজ সারাবে। রুক্ষতাকে ঝেটিয়ে বিদায় করবে। এরপর চুল শুকানোর পর দেখুন কী চমকটাই না আপনার জন্য অপেক্ষা করছে।
0 comments:
Post a Comment