মেহেদী মেয়েদের সাজের একটা গুরত্বপূর্ণ অনুষঙ্গ। যেকোনো অনুষ্ঠানেই মেয়েরা মেহেদীর নকশায় রাঙিয়ে নেয় হাত। এমনকি বিয়ের সময় মনে করা হয় মেহেদীর রং যত গাঢ় হয়‚ তত নাকি স্বামী ভালবাসে বেশি। যদিও এটা কুসংস্কার ছাড়া কিছুই নয়। কিন্তু কেন জানি মেহেদী লাগানোর পর সব নারীই চান রং হোক গাঢ়।
জেনে নিন মেহেদীর রং গাঢ় করার কিছু সহজ টিপস। এই টিপস মানতে পারলে মেহেদীর রং গাঢ় থাকবে অন্তত ১০ দিন।
১. মেহেদী লাগানোর আগে হাত ভালোভাবে ধুয়ে নিন। কোনরকম তেল বা লোশন লাগাবেন না।
২. মেহেদী লাগানোর পর শুকিয়ে গেলে যাতে ডিজাইন ক্র্যাক না হয় তাই তার ওপরে লেবুর রস বা অল্প পানিতে চিনি ভিজিয়ে লাগান।
৩. যতক্ষণ পারবেন ওই পেস্ট লাগিয়ে রাখার চেষ্টা করুন। অন্তত ৬ ঘণ্টা রাখতেই হবে।
৪. যত বেশি গরম হবে তত রং গাঢ় হবে। তাই পারলে হালকা আঁচের ওপর হাত সেঁকে নিন।
৫. শুকনো মেহেদী পেস্ট তুলে ফেলার পর ভিক্স ভেপোরাব বা beeswax লাগিয়ে নিন ডিজাইনের ওপর। এতে মেহেদীর রং গাঢ় হবে।
৬. অন্তত ২৪ ঘণ্টা কোনও রকম ঘরের কাজ করবেন না। করতেই হয় যদি তাহলে গ্লাভস পরে নিন।
৭. ২৪ ঘণ্টা হাত না ভেজানোর চেষ্টা করুন। আর যদি ভেজাতেই হয় তাহলে মেহেদীর ওপর ভালো করে ভ্যাসলিন লাগিয়ে নিন।
আর একটা দরকারি কথা মনে রাখবেন তা হলো:
মেহেদী কোনও দোকান থেকে না কিনে ঘরেই বানিয়ে নিন। ঘরে মেহেদী তৈরি করা তেমন কঠিন কাজ নয়। মেহেদী পাতা বাজার থেকে কিনে ভালো করে বেটে নিন। এতে কয়েক ফোঁটা ইউক্যালিপটাস অয়েল মেশান আর ২ চা চামচ লেবুর রস। একটা পরিষ্কার পলিথিন বা প্লাস্টিক নিয়ে তা 'cone' শেপ এ পাকিয়ে নিন। এবার মেহেদী পেস্ট ভরে নিন। 'cone' এর চারপাশে সেলোটেপ লাগিয়ে নিন ভাল করে। এভাবে ১ ঘণ্টা রেখে দিন, তারপর তা ব্যবহার করুন।
জেনে নিন মেহেদীর রং গাঢ় করার কিছু সহজ টিপস। এই টিপস মানতে পারলে মেহেদীর রং গাঢ় থাকবে অন্তত ১০ দিন।
১. মেহেদী লাগানোর আগে হাত ভালোভাবে ধুয়ে নিন। কোনরকম তেল বা লোশন লাগাবেন না।
২. মেহেদী লাগানোর পর শুকিয়ে গেলে যাতে ডিজাইন ক্র্যাক না হয় তাই তার ওপরে লেবুর রস বা অল্প পানিতে চিনি ভিজিয়ে লাগান।
৩. যতক্ষণ পারবেন ওই পেস্ট লাগিয়ে রাখার চেষ্টা করুন। অন্তত ৬ ঘণ্টা রাখতেই হবে।
৪. যত বেশি গরম হবে তত রং গাঢ় হবে। তাই পারলে হালকা আঁচের ওপর হাত সেঁকে নিন।
৫. শুকনো মেহেদী পেস্ট তুলে ফেলার পর ভিক্স ভেপোরাব বা beeswax লাগিয়ে নিন ডিজাইনের ওপর। এতে মেহেদীর রং গাঢ় হবে।
৬. অন্তত ২৪ ঘণ্টা কোনও রকম ঘরের কাজ করবেন না। করতেই হয় যদি তাহলে গ্লাভস পরে নিন।
৭. ২৪ ঘণ্টা হাত না ভেজানোর চেষ্টা করুন। আর যদি ভেজাতেই হয় তাহলে মেহেদীর ওপর ভালো করে ভ্যাসলিন লাগিয়ে নিন।
আর একটা দরকারি কথা মনে রাখবেন তা হলো:
মেহেদী কোনও দোকান থেকে না কিনে ঘরেই বানিয়ে নিন। ঘরে মেহেদী তৈরি করা তেমন কঠিন কাজ নয়। মেহেদী পাতা বাজার থেকে কিনে ভালো করে বেটে নিন। এতে কয়েক ফোঁটা ইউক্যালিপটাস অয়েল মেশান আর ২ চা চামচ লেবুর রস। একটা পরিষ্কার পলিথিন বা প্লাস্টিক নিয়ে তা 'cone' শেপ এ পাকিয়ে নিন। এবার মেহেদী পেস্ট ভরে নিন। 'cone' এর চারপাশে সেলোটেপ লাগিয়ে নিন ভাল করে। এভাবে ১ ঘণ্টা রেখে দিন, তারপর তা ব্যবহার করুন।
0 comments:
Post a Comment