Home » , , » মোরিঙ্গো নিউট্রাম্যাট্রিক্স এর উপকারিতা

মোরিঙ্গো নিউট্রাম্যাট্রিক্স এর উপকারিতা

মোরিঙ্গো নিউট্রাম্যাট্রিক্স এর উপকারিতা

১/শরীরের অনাক্রম্য ব্যবস্থা পরিশোষন করে।
২/সঙ্গবহনতন্ত্র ব্যবস্থাকে উন্নত করে।
৩/রক্তের গ্লুকোজের স্বাভাবিক মাত্রা বজায় রাখে।
৪/কোলেষ্টারলের মাত্রা কমায়।
৫/রক্তচাপ নিয়ন্ত্রন করে।
৬ ।শক্তি,সহন ক্ষমতা,প্রানশক্তি এবং জীবনী শক্তি বাড়ায়।
৭।ক্ষয়শীল আর্থারাইটিসকে রোধ করে,রিউম্যাটিজম এবং অষ্টিও য়ার্থারাইটিস থেকে মুক্তি দেয়
৮।অনিদ্রা,কাশি,ঠান্ড­া লাগা,ফ্লু এবং বুকে সর্দি জমা রোধ করে এবং পেটে সবরকম সমস্যা থেকে মুক্তি দেয়।
৯।প্রজনন ক্ষমতা,সজীবতা এবং শুক্রানু সংখ্যা বাড়াতে সাহায্য করে
১০।এটি প্রাকৃতিক এন্টি এজিং এ সুফল দেয়
১১।এটি এন্টি ইনফ্লেমেটরি সহায়তা প্রদান করে,উচ্চমাত্রার এন্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করে যার ORAC Value 22,292 micromole TE/serving size
১২।স্বাভাবিক হরমোনের মাত্রাকে বজায় রাখতে সাহায্য করে,মানসিক ও আবেগের ভারসাম্য বজায় রাখে,অক্সিডেন্টিভ স্ট্রেসকে কমায়,যা একধরনের ফ্রি-রেডিক্যাল স্ক্যানভেন্ডার
১৩।স্বসনতন্ত্র ও পৌষ্টিক তন্ত্র সুস্থ ও কার্যক্ষম রাখতে সাহায্য করে
১৪।রক্ত সংবহনের উন্নতি ঘটিয়ে সুস্থ ধমনীর এবং হৃদপিন্ডকে সুস্থ ও বলিষ্ট করে এবং কোলেষ্টারল জমা হওয়া রোধ করে
১৫।ত্বকের স্বাস্থকে ভাল ও নরম রাখে।
১৬।চোখ ও মস্তিস্কের যত্ন নেয়
১৭।লিভারের স্বাভাবিক কার্যাবলী বজায় রাখে।
১৮।চমড়ার কুচকে যাওয়া রোধ করে।
১৯।স্বাভাবিক সিরাম কোলেষ্টারল মাত্রা বজায় রাখে।
২০।সুস্থ কোষ গঠন বজায় রাখে।
২১।বিপাক কার্যের উন্নতি ঘটায়।
২২।দেহের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতাকে বজায় রাখে।
২৩।পুরুষদের যৌন ক্ষমতা বাড়ায়
২৪।এতে ফুল্ভিক এসিড আছে যা লৌহের জৈব- উপলব্দ্বতার উন্নতি ঘটাতে সাহায্য করে।
২৫।এর এন্টি মাইক্রোবায়াল কার্যক্ষমতা রক্ত পরিশোধন করতে সাহায্য করে
২৬।এটা স্নায়ুতন্ত্রের সুস্থ নিয়ন্ত্রন বজায় রাখতে সাহায্য করে,মানসিক হতাশা,চাপ ও মস্তিস্কের সঙ্কোচন কমায়
২৭।মানসিক সতর্কতা ও মনঃসংযোগের উন্নতি ঘটায়
২৮।রক্তাল্পতা রোধ ও নিয়ন্ত্রন করতে পারে
২৯।বয়সজনিত মস্তিস্কের রোগ যেমন আলজাইমার্স এবং ডিমেনশিয়া ধরনের রোগের হাত থেকে রক্ষা করে।
৩০/কোষের পুষ্টিসাধন করতে সাহায্য করে এবং বিষাক্ত পদার্থের নিস্কাশনে সাহায্য করে।ভাল থাকার অনুভুতি প্রদান করে।
ads code bellow post
ads code here

0 comments:

Post a Comment

BD FOODS

► Popular Posts