Home » , , » দীর্ঘমেয়াদী ঘাড় ও কোমড় ব্যথার নিরাপদ চিকিৎসা এখন বাংলাদেশে !!

দীর্ঘমেয়াদী ঘাড় ও কোমড় ব্যথার নিরাপদ চিকিৎসা এখন বাংলাদেশে !!

ঘাড় ও কোমড় ব্যথা আমাদের জনগোষ্ঠির নিকট একটি অতি পরিচিত স্বাস্থ্য সমস্যা। পরিনত বয়সের প্রায় সবার রয়েছে ঘাড় ও কোমর ব্যথার অভিজ্ঞতা।নানাবিধ কারনে ঘাড়ে ও পিঠে ব্যথা হয়ে থাকে। তবে দীর্ঘ মেয়াদী ঘাড়, পিঠ ও কোমর ব্যথার অন্যতম প্রধান কারন মেরুদন্ডের ডিস্ক প্রোল্যাপ্স। এই সমস্যাটি হার্নিয়েটেড ডিস্ক বা PLID নামে অধিক পরিচিত। তবে সাধারণ জনগণ এটিকে মেরুদন্ডের হাড় ক্ষয় অথবা হাড় বৃদ্ধি হিসেবে চিনে থাকেন। যে নামেই বলা হউক না কেন PLID-এর ক্ষেত্রে ঘাড় ও কোমরের ব্যথার প্রাথমিক পর্যায়ে চিকিৎসা না নিলে ধীরে ধীরে হাত বা পায়ের কার্যক্ষমতা হারিয়ে মানুষ পঙ্গু পর্যন্ত হয়ে যেতে দেখা যায়। আশার কথা হল এই জটিল রোগটির জন্য এখন আর দীর্ঘমেয়াদী ব্যথা নাশক সেবন বা দীর্ঘদিন যাবৎ ফিজিও থেরাপি প্রদান অথবা জটিল স্পাইনাল সার্জারী ছাড়াই বর্তমানে কাটা-ছেঁড়া ও রক্তপাতহীন PLDD চিকিৎসার মাধ্যমে সাশ্রয়ী ও ঝুকিহীন পদ্ধতিতে আরোগ্য লাভ এখন সম্ভব হচ্ছে। বিস্তারিত দেখুন- www.laserhospital.net
ads code bellow post
ads code here

0 comments:

Post a Comment

BD FOODS

► Popular Posts