দাঁতে বেদম ব্যাথা? কিছুই খেতে পারছেন না? ডেন্টিস্ট বলেছেন ফিলিং করাতে
হবে। দুঃশ্চিন্তায় আছেন। এই ব্যাথা-দাঁতে ফিলিং করানোর যন্ত্রণা সহ্য করতে
হাল যে খারাপ হয়ে যাবে। তার সঙ্গে বেশ কয়েকবার ডেন্টিস্টের কাছে ছুটতে
ছুটতে পকেটেও টান পড়বে।
সব চিন্তার অবসান। এবার পেস্ট দিয়ে একবার দাঁত মেজেই বুজিয়ে ফেলতে পারবেন দাঁতের গর্ত। ডেন্টিস্টের কাছে না গিয়ে শুধুমাত্র ব্রাশ করেই হয়ে যাবে ফিলিং। জাপানি বৈজ্ঞানিক কাজুই ইয়ামগিশি আবিস্কার করেছেন এমনই এক টুথপে
সব চিন্তার অবসান। এবার পেস্ট দিয়ে একবার দাঁত মেজেই বুজিয়ে ফেলতে পারবেন দাঁতের গর্ত। ডেন্টিস্টের কাছে না গিয়ে শুধুমাত্র ব্রাশ করেই হয়ে যাবে ফিলিং। জাপানি বৈজ্ঞানিক কাজুই ইয়ামগিশি আবিস্কার করেছেন এমনই এক টুথপে
্ট,
যা দিয়ে ব্রাশ করে নিজে নিজেই ফিলিং করানো সম্ভব। এই পেস্ট দাঁতের ক্ষয়ে
যাওয়া এনামেলও মেরামত করে দেবে।
আমাদের দাঁতের যা প্রধান উপাদান, সেই হাইড্রক্সিয়াপেটি দিয়ে তৈরি এই টুথপেস্ট, সরাসরি দাঁতে লাগানো সম্ভব। এই পেস্টের সাহায্যে মাত্র তিন মিনিটেই দাঁত মেরামত হয়ে যাবে। পরীক্ষা করে দেখা গেছে এই পেস্ট দিয়ে ব্রাশ করা দাঁত আর ডেন্টিস্টের কাছে কয়েকবার সিটিং নিয়ে মেরামত করা দাঁতে কোনও তফাত্ নেই। বাংলাদেশের বাজারে এই পেস্ট কবে আসবে, এখন তারই অপেক্ষা।
আমাদের দাঁতের যা প্রধান উপাদান, সেই হাইড্রক্সিয়াপেটি দিয়ে তৈরি এই টুথপেস্ট, সরাসরি দাঁতে লাগানো সম্ভব। এই পেস্টের সাহায্যে মাত্র তিন মিনিটেই দাঁত মেরামত হয়ে যাবে। পরীক্ষা করে দেখা গেছে এই পেস্ট দিয়ে ব্রাশ করা দাঁত আর ডেন্টিস্টের কাছে কয়েকবার সিটিং নিয়ে মেরামত করা দাঁতে কোনও তফাত্ নেই। বাংলাদেশের বাজারে এই পেস্ট কবে আসবে, এখন তারই অপেক্ষা।
0 comments:
Post a Comment