গরম বাড়লেই সাধারণত বডি স্প্রের ব্যবহার বাড়ে৷ আবার অনেকে মনে করেন এ
ধরনের প্রসাধনী ব্যক্তিত্বকে বেশ আকর্ষণীয় করে তুলে। তাই সারাবছরই বডি
স্প্রে ব্যবহার করে থাকনে তারা৷ কিন্তু সারা শরীরে সুগন্ধী আবেশের ছোঁয়া
পেতে গিয়ে হিতে বিপরীত হতে পারে৷
বডি স্প্রে ত্বকের পক্ষে ক্ষতিকারক৷ এই তথ্য অনেকেরই জানা। কিন্তু কতটা ক্ষতি হতে পারে তা নিয়ে খুব কম মানুষই ভাবেন। আসুন জেনে নিই কী কী সমস্যা হতে পারে-
- বডি স্প্রের কেমিক্যালস থেকে ত্বকে ফুসকুড়ি দেখা দিতে পারে৷
- ত্বকে কালো ছোপ ছোপ দাগ পড়তে পারে।
- চুলকানি এ ক্ষেত্রে থুবই সাধারণ সমস্যা।
- ত্বকের ক্যানসার হতে পারে।
- আপনার ঘ্রাণেন্দ্রিয়কে ক্ষতিগ্রস্ত করতে পারে।
- বডি স্প্রে এক ধরনের বাজে মানসিকতা তৈরি করে। ভুলে স্প্রে করলে না, মনে হবে আপনার শরীরে তৈরি বাজে গন্ধ সবাই পাচ্ছে।
- কেউ কেউ মনে করেন বডি স্প্রে বিপরীত লিঙ্গের কাছে তাকে আবেদনময় করে তুলবে। এটা ভুল ধারণা।
- হেয়ার রিমুভার ব্যবহারের পরপরই বডি স্প্রে ব্যবহার বিশ্রি রকমের জ্বালা-পোড়া তৈরি করে। তাই সাবধান!
এ ছাড়া বডি স্প্রে ব্যবহারে সতর্কতার পরামর্শ দেন কোনো কোনো চিকিৎসক। তাদের মতে, ত্বক থেকে দূরত্ব বজায় রেখে বডি স্প্রে ব্যবহার করা উচিত। অনেকের মতে, জামার ওপর বডি স্প্রে ব্যবহার করা যেতে পারে৷ এতে যেমন সুগন্ধি ছড়াবে তেমনি সুরক্ষিত থাকবে আপনার ত্বক। তবে এ ক্ষেত্রে ভাল ব্র্যান্ডের স্প্রে ব্যবহার করুন। নইলে শখের পোশাকটির দফা রফা হতে পারে।
বডি স্প্রে ত্বকের পক্ষে ক্ষতিকারক৷ এই তথ্য অনেকেরই জানা। কিন্তু কতটা ক্ষতি হতে পারে তা নিয়ে খুব কম মানুষই ভাবেন। আসুন জেনে নিই কী কী সমস্যা হতে পারে-
- বডি স্প্রের কেমিক্যালস থেকে ত্বকে ফুসকুড়ি দেখা দিতে পারে৷
- ত্বকে কালো ছোপ ছোপ দাগ পড়তে পারে।
- চুলকানি এ ক্ষেত্রে থুবই সাধারণ সমস্যা।
- ত্বকের ক্যানসার হতে পারে।
- আপনার ঘ্রাণেন্দ্রিয়কে ক্ষতিগ্রস্ত করতে পারে।
- বডি স্প্রে এক ধরনের বাজে মানসিকতা তৈরি করে। ভুলে স্প্রে করলে না, মনে হবে আপনার শরীরে তৈরি বাজে গন্ধ সবাই পাচ্ছে।
- কেউ কেউ মনে করেন বডি স্প্রে বিপরীত লিঙ্গের কাছে তাকে আবেদনময় করে তুলবে। এটা ভুল ধারণা।
- হেয়ার রিমুভার ব্যবহারের পরপরই বডি স্প্রে ব্যবহার বিশ্রি রকমের জ্বালা-পোড়া তৈরি করে। তাই সাবধান!
এ ছাড়া বডি স্প্রে ব্যবহারে সতর্কতার পরামর্শ দেন কোনো কোনো চিকিৎসক। তাদের মতে, ত্বক থেকে দূরত্ব বজায় রেখে বডি স্প্রে ব্যবহার করা উচিত। অনেকের মতে, জামার ওপর বডি স্প্রে ব্যবহার করা যেতে পারে৷ এতে যেমন সুগন্ধি ছড়াবে তেমনি সুরক্ষিত থাকবে আপনার ত্বক। তবে এ ক্ষেত্রে ভাল ব্র্যান্ডের স্প্রে ব্যবহার করুন। নইলে শখের পোশাকটির দফা রফা হতে পারে।
0 comments:
Post a Comment