Home » , , » বগলের কালো ছোপ দূর করবেন যেভাবে

বগলের কালো ছোপ দূর করবেন যেভাবে

স্লিভলেস কামিজ বা ব্লাউজ পরার শখ থাকলেও কেউ কেউ বগলের কালচে ছোপের কারণে তা করতে পারেন না। নিয়মিত ওয়াক্সিং, শেভিং বা হেয়ার রিমুভিং ক্রিম ব্যবহারের ফলেও বাহুমূলে কালো ছোপ পড়ে যায়। কিন্ত খুব সহজেই দূর করতে পারেন আপনার বগলের কালো ছোপ। জেনে নিন তেমনই কিছু ঘরোয় পদ্ধতি।
 কমলার খোসা: কমলার খোসায় রয়েছে সাইট্রিক অ্যাসিড। কড়া রোদে কমলার খোসা শুকিয়ে নিন। ২ টেবিল চামচ শুকনো খোসা গোলাপ জলের সঙ্গে মিশিয়ে বগলের কালো হয়ে যাওয়া অংশে লাগান। ১০ মিনিট রেখে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
নারকেল তেল: নারকেলের তেল দিয়ে বগলের কালো ছোপ দূর করা
যেতে পারে। যদিও এতে সময় একটু বেশিই লাগে। প্রতিদিন গোসলের আগে ১০ থেকে ১৫ মিনিট নারকেল তেল মাসাজ করতে পারেন তবে অবশ্যই কালো ছোপ কমে যাবে।
আপেল: আপেল থেঁতো করে নিয়মিত বাহুমূলে লাগান। এতে কালো ছোপের পাশাপাশি দুর্গন্ধও কমবে। আপেলে রয়েছে AHA যা জীবাণু ও ব্যাকটেরিয়া প্রতিরোধ করে কালো ছোপ দূর করে।
লেবু: প্রতিদিন বগলে লেবু ঘষলে কালো ছোপ দূর হবে। তবে লেবুর প্রভাবে ত্বক শুষ্ক হয়ে যায়। তাই লেবু লাগানোর পর বডি লোশন বা ময়শ্চারাইজার লাগাতে ভুলবেন না।
শসা: শসা থেঁতো করে বগলের কালো অংশে ঘষতে থাকুন। এতে কমে যাবে কালো ছোপ।
ads code bellow post
ads code here

0 comments:

Post a Comment

BD FOODS

► Popular Posts